শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

টিম সাউদি জিতলেন ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’

বৃহস্পতিবার, এপ্রিল ১৪, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: নিউজিল্যান্ড ক্রিকেটে সবচেয়ে সম্মাজনক বর্ষ সেরা অ্যাওয়ার্ড ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতেছেন ডান-হাতি পেসার টিম সাউদি। তিন দিন ব্যাপী নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এ পেসারের নাম ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

গত মৌসুমে ক্রিকেটের তিন ফরম্যাটে দারুণ পারফরমেন্সের কারণে এ পদ জিতলেন সাউদি।

গেল বছর পাঁচ টেস্টে ২৩ দশমিক ৪৫ গড়ে ২২ উইকেট নিয়েছিলেন সাউদি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে ছয় উইকেট নিয়েছিলেন তিনি। চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে অবদান রাখেন সাউদি।

প্রথম বারের মত ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিততে পেরে আনন্দিত সাউদি।

এনজেডসির এক ভিডিও বার্তায় সাউদি বলেন, ‘এমন মর্যাদাপূর্ণ পুরস্কার জেতা আমার জন্য অনেক সম্মানের। বেশিরভাগ ক্রিকেটারের মত আমিও স্যার রিচার্ড হ্যাডলিকে দেখে বড় হয়েছি। তার সম্পর্কে সবকিছু জানতাম ও এবার তার পুরস্কার জেতা অবশ্যই আনন্দের।’

সাউদির পুরস্কার জেতায় হ্যাডলি বলেন, ‘এটির যোগ্য বিজয়ী তুমি।’

অ্যাওয়ার্ডে নিউজিল্যান্ডের ‘ইন্টারন্যাশনাল টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দারুন ব্যাটিং পারফরমেন্সের জন্য ‘রেডপ্যাথ কাপ’ অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি।

নিউজিল্যান্ডের বর্ষ সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন