শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শিরোনাম

টি-টোয়েন্টি রেকর্ডে তামিমের পেছনে ধোনি-হাফিজ-ডি ভিলিয়ার্সরা

বৃহস্পতিবার, জানুয়ারী ৯, ২০২৫

প্রিন্ট করুন

ঢাকা: প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টির ৮ হাজারি ক্লাবে ঢুকলেন তামিম ইকবাল। ক্যারিয়ারের শেষ দিকে এসে দুর্দান্ত এই মাইলফলকে পা রাখা তামিম পেছনে ফেলেছেন এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ হাফিজ, ইয়ন মরগ্যানের মত ব্যাটারদের।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে এই মাইলফলকে পা রেখেছেন ফরচুন বরিশালের অধিনায়ক। ম্যাচ শুরুর আগে ৮ হাজার থেকে মাত্র ৯ রান দূরে ছিলেন তামিম। ২৭২তম টি-২০ ম্যাচে এসে দুর্দান্ত মাইলফলকটি ছুঁয়েছেন বাঁহাতি এই ওপেনার।

টি-টোয়েন্টিতে ৮ হাজার রান করতে এবি ডি ভিলিয়ার্সের লেগেছিল ২৭৩ ইনিংস, মার্টিন গাপটিলেরও সমান ইনিংস। ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ানের লাগে ২৮০ ইনিংস। সেখানে তামিমের লাগলো ২৭১ ইনিংস।

মোহাম্মদ হাফিজ ৩৪৮ ইনিংসেও ৮ হাজার রান করতে পারেনি। তার রান ৭৯৪৬। ইয়ন মরগ্যান ৩৫০ ইনিংস খেলে করতে পেরেছেন ৭ হাজার ৭৮০ রান। মহেন্দ্র সিং ধোনি ৩৪২ ইনিংসে করেন ৭ হাজার ৪৩২ রান। ৪০৮ ইনিংসে ৭৪৩৮ রান করে তার ঠিক ওপরেই সাকিব আল হাসান।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন