চলমান ডেস্ক: পৃথিবীর সপ্তম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে দশ হাজার রানের ক্লাবের সদস্য হয়েছেন রোহিত শর্মা। বুধবার (১৩ এপ্রিল) রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরে ২৩তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২৮ রানের ইনিংস খেলার পথে অনন্য মাইলফলক স্পর্শ করেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত। আর দ্বিতীয় ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে দশ হাজার রান করলেন তিনি।
রোহিতের আগে এ ফরম্যাটে দশ হাজার রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (১৪ হাজার ৫৬২ রান) ও কাইরন পোলার্ড (১১ হাজার ৪৭৪ রান), অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (১০ হাজার ৪৯৯ রান) ও ডেভিড ওয়ার্নার (১০ হাজার ৩৭৩ রান), পাকিস্তানের শোয়েব মালিক (১১ হাজার ৬৯৮ রান) ও ভারতের বিরাট কোহলি (১০ হাজার ৩৭৯ রান)।
২৮ রানের ইনিংস খেলার পথে তিনটি চার ও দুইটি ছক্কা মারেন রোহিত। এ তিনটি চারে আইপিএলের ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে ৫০০টি বাউন্ডারি মারার অনন্য রেকর্ড গড়লেন রোহিত।
রোহিতের আগে আইপিএলে ৫০০’র বেশি চার মেরেছেন শিখর ধাওয়ান (৬৭৩টি), বিরাট কোহলি (৫৫৪টি), ডেভিড ওয়ার্নার (৫১৫টি) ও সুরেশ রায়না (৫০৬টি)।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন