বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শিরোনাম

টি-২০ বিশ্বকাপ: নাবিবিয়াকে হারিয়ে সেমিফাইনালের দ্বিতীয় দল পাকিস্তান

মঙ্গলবার, নভেম্বর ২, ২০২১

প্রিন্ট করুন
prothomalo bangla 2021 11 76ad1e0b c07d 43bb 8ecf 9b4388517058 128764 01 02

চলমান ডেস্ক: টানা চার ম্যাচ জিতে দ্বিতীয় দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। মঙ্গলবার (২ নভেম্বর) সুপার টুয়েলভে গ্রুপ-২এর ম্যাচে ৪৫ রানে নামিবিয়াকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে বাবর  আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। গ্রুপ-১ থেকে প্রথম দল হিসেবে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

চার খেলায় চার জয়ে আট পয়েন্ট নিয়ে গ্রুপ-২এ টেবিলের শীর্ষে থেকে সেমির টিকিট পায় পাকিস্তান। আর তিন খেলা শেষে এক জয় ও দুই হারে দুই পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে নামিবিয়া।

আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ব্যাট হাতে পাকিস্তানকে দুর্দান্ত সূচনা এনে দেন দলের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম।

১৪ দশমিক দুই ওভার ব্যাট করে ১১৩ রান যোগ করেন রিজওয়ান ও বাবর। টি-২০ ক্রিকেটে ১৯ ইনিংসে এ নিয়ে পঞ্চম বারের মত জুটিতে শত রান যোগ করেন তারা। যে কোন উইকেট জুটিতে সবচেয়ে বেশি শত রানের বিশ্ব রেকর্ড গড়েন রিজওয়ান ও বাবর। যে কোন উইকেট জুটিতে চার বার করে শত রান করেছেন ভারতের শিখর ধাওয়ান-রোহিত শর্মা ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল-কেন উইলিয়ামসন জুটি।

দলীয় ১১৩ রানে বাবরের বিদায়ে প্রথম উইকেট হারায় পাকিস্তান। টি-২০ ক্যারিয়ারের ২৩তম হাফ সেঞ্চুরি তুলে নামিবিয়ার দক্ষিণ আফ্রিকান পেসার ডেভিড ওয়াইজের বলে আউট হওয়ার আগে ৪৯ বলে সাতটি চারে ৭০ রান করেন বাবর।

তিন নম্বরে নেমে পাঁচ রানে ফিরেন ফখর জামান। তবে তৃতীয় উইকেটে ২৬ বলে অবিচ্ছিন্ন ৬৭ রান যোগ করে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেন রিজওয়ান ও মোহাম্মদ হাফিজ। শেষ পর্যন্ত ২০ ওভারে দুই উইকেটে এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ ১৮৯ রান পায় পাকিস্তান।

টি-২০ ক্যারিয়ারে দশম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫০ বল খেলে আটটি চার ও চারটি ছক্কায় অপরাজিত ৭৯ রান করেন রিজওয়ান। ১৬ বলে অপরাজিত ৩২ রান করেন হাফিজ। তার ইনিংসে পাঁচটি চার ছিল। নামিবিয়ার ওয়াইজ ও জান ফ্রাইলিঙ্ক একটি করে উইকেট নেন।

জবাবে পাকিস্তানী বোলারদের সামনে সুবিধা করতে পারেনি নামিবিয়ার ব্যাটসম্যানরা। উইকেট ধরে খেলতে গিয়ে আস্কিং রেটের সাথে পাল্লা দিতে পারেননি তারা। তারপরও ২০ ওভারে পাঁচ উইকেটে ১৪৪ রান তুলতে সক্ষম হয় নামিবিয়া। দলের পক্ষে ওয়াইজ সর্বোচ্চ অপরাজিত ৪৩ ও ক্রেইগ উইলিয়ামস দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন। পাকিস্তানের হাসান-ইমাদ-রউফ ও শাদাব একটি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন পাকিস্তানের রিজওয়ান।  

গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে আগামী ৭ নভেম্বর স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আর নিজেদের চতুর্থ ম্যাচে আগামী ৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে নামিবিয়া।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন