বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শিরোনাম

টি-২০ র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় ফের শীর্ষে সাকিব আল হাসান

বুধবার, অক্টোবর ২৭, ২০২১

প্রিন্ট করুন
shakib 2011041150 1

দুবাই, আরব আমিরাত: আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবিকে পেছনে ফেলে ফের টি-২০ র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে উঠলেন বাংলাদেশের সাকিব আল হাসান।

চলমান টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে বুধবার (২৭ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের আগে র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২৯৫ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন  সাকিব। ২৭৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যান নবি।

ঘরের মাঠে নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজে ব্যাট-বল হাতে নিজেকে মেলে ধরতে পারেন নি সাকিব। চার ম্যাচে ব্যাট হাতে ৪৫ রান ও চার উইকেট নেন তিনি। এতে টি-২০ ফরম্যাটে অলরাউন্ডার তালিকার শীর্ষ স্থান হারান সাকিব। কিন্তু চলমান টি-২০তে ব্যাট-বল হাতে এখন পর্যন্ত উজ্জল সাকিব। বল হাতে পাঁচ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। যা এখন পর্যন্ত এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারী। আর ব্যাট হাতে ১২২ রান করেছেন তিনি। বাছাই পর্বে ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ সেরাও ছিলেন সাকিব।

বিশ্বকাপে দুর্দান্ত পারফমেন্সের কারণে ফের টি-২০ ক্রিকেটে অলরাউন্ডার তালিকায় শীর্ষে উঠলেন সাকিব। ৪১৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে অলরাউন্ডার তালিকায় শীর্ষেই আছেন সাকিব। আর টেস্টে ৩৩৪ রেটিং নিয়ে চতুর্থ স্থানে আছেন তিনি। টেস্টে ৪৩৪ রেটিং নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন