শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

টেক্সাসের প্লেনো শহরের শপিংমলে বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

বুধবার, নভেম্বর ২২, ২০২৩

প্রিন্ট করুন
Untitled design (13)

প্লেনো, টেক্সাস: যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের প্লেনো শহরের একটি শপিংমলের পার্কিং লটে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবারের (২১ নভেম্বর) এ দুর্ঘটনায় বিমানের পাইলট অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিমানটি এক ইঞ্জিনবিশিষ্ট মুনি এম২০ ছিল। এটি মামা‘স ড্যাগটার’স ডিনার অ্যান্ড নেইল অ্যাডিকশন নামের এক রেস্টুরেন্টের পাশে বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্তের পর একটি অগ্নিকাণ্ডে বিমানের পাইলট নিহত হয়েছে।

বিমান বিধ্বস্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগগুলোতে মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শী এক্স (সাবেক টুইটার) পোস্টে বিমান বিধ্বস্তের একটি ভিডিও শেয়ার করে বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এর থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড দ্রুত আশেপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে।’

বিমানটি এয়ার পার্ক-ডালাস বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। তবে, এ দুর্ঘটনাটি বিমান উড্ডয়নের সময় নাকি অবতরণের সময় হয়েছে, তা এখনও জানা যায়নি।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এমন আচমকা দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন