শুক্রবার, ০৮ আগষ্ট ২০২৫

শিরোনাম

ট্রলারডুবির ১২ দিন পর ভেসে এলো জেলের লাশ

বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

প্রিন্ট করুন

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ১৫ জেলে নিয়ে এফবি সাগরকন্যা নামে ট্রলার ডুবির ঘটনায় ইদ্রিস নামে আরও একজনের লাশ ভেসে আসার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কুয়াকাটা সৈকতে ভেসে আসা লাশটি উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার ইদ্রিস (৫০) কলাপাড়া উপজেলার মধুখালী গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। ইদ্রিসের ভাই ফজলে আলী লাশটি শনাক্ত করেছেন বলে জানিয়েছে নৌ পুলিশ।

এর আগে, ২৬ জুলাই গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি মহিপুর ঘাট থেকে ১৫ জেলে নিয়ে সাগরে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এর চার দিন পর ৯ জেলেকে ভাসমান উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন ৬ জন।

নিখোঁজদের মধ্যে প্রথমে নজরুল ইসলাম হাওলাদার (৬০) নামে এক জেলের লাশ ১ আগস্ট সকালে পশ্চিম কুয়াকাটা সৈকতের কম্পিউটার সেন্টার সংলগ্ন এলাকায় ভেসে আসে। তিনি কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা মৃত তাজেম আলী হাওলাদারের ছেলে।

সবশেষ উদ্ধার হওয়া ইদ্রিসের লাশসহ নিখোঁজ ৬ জনের মধ্যে ২ জনের লাশ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ জন। তারা হলেন- আবদুর রশিদ (মাঝি), রফিক, হারুন ও কালাম।

কুয়াকাটা নৌ-পুলিশ জানায়, সকালে সৈকতের জিরোপয়েন্ট এলাকায় ট্রলারটি ভেসে এলে স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, জেলে ইদ্রিসের লাশ শনাক্ত করেছেন তার বড় ভাই মো. ফজলে আলী। ট্রলারটি সৈকতে ভেসে এলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন