বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শিরোনাম

ট্রাকচাপায় সিএনজির চালকসহ নিহত ২

বৃহস্পতিবার, জানুয়ারী ১৩, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাউসার আলম (৩৫) যিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখরনগর গ্রামের মৃত ছাদে আলীর ছেলে ও সিএনজিচালিত অটোরিকশাটির চালক। নিহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন