যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের জন্য বাইডেন প্রশাসনের সুরক্ষামূলক পদক্ষেপগুলো বাতিলের প্রতিশ্রুতি নিয়ে কাজ শুরু করেছেন। নিজের দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের জন্য করা সুরক্ষামূলক নীতিমালা বাতিলের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যা চলতি বছরের এপ্রিলে বাইডেন প্রশাসন বাস্তবায়ন করেছিলো।
রোববার ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে এসব বিষয় তুলে ধরেন। এ সময় ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথমদিন কি কি করবেন সেসব বিষয়ে একটি পরিকল্পনা তুলে ধরেন ক্যারোলিন। এর মধ্যে অভিবাসন, বিচারব্যবস্থা, ক্যাপিটাল হিলে দাঙ্গা এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে কড়াকড়ি-শিথিলতা আরোপের বিষয় উঠে এসেছে।
ট্রাম্প বলেন, আমরা প্রথম দিনেই ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের জন্য করা সুরক্ষামূলক নীতিমালা শেষ করতে যাচ্ছি। নির্বাহী আদেশের মাধ্যমে আমরা এটি বদলাবো।
শিক্ষার্থীদের জন্য ফেডারেল তহবিল বন্ধ করারও হুমকি দিয়ে ট্রাম্প বলেন, যদি কোনো স্কুলে সমালোচনামূলক জাতি তত্ত্ব বা ট্রান্সজেন্ডার শিক্ষাবিষয়ক পাঠ্য অন্তর্ভুক্ত থাকে তাহলে ফেডারেল তহবিল বাতিল করা হবে। তিনি বলেন, আমাদের সন্তানদের জীবনে এই ধরনের বিষয়বস্তু অনুপযুক্ত এবং আমরা তা মেনে নেব না।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পরিকল্পনা কংগ্রেসের অনুমোদন ছাড়া বাস্তবায়িত করা কঠিন হতে পারে। তবে ট্রাম্প যেহেতু কংগ্রেসের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে নিজেই নির্বাহী আদেশের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন সেহেতু এটি কঠিন হবে না।
Views: 14
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন