বৈরি পরিবেশের মধ্যে ট্রাভেল ব্যবসায়িরা দিনাতিপাত করছেন বহুদিন ধরে। অচলাবস্থা থেকে উত্তোরণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা এবং সংশ্লিষ্ট সবার কাছে সহযোগিতা চাইলেন ব্যবসায়িরা। ১০ মে জ্যাকসন হাইটস বাংলাদেশ প্লাজা কনফারেন্স রুমে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আটাব) এর ইফতার ও দোয়া অনুষ্ঠানে ব্যবসায়িরা হতাশা প্রকাশ করেন।
ব্যবসায়িরা বলেন, প্রায় ১ বছরের বেশী সময় ধরে ট্রাভেল ব্যবসায় অচলাবস্থা বিরাজ করছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে ট্রাভেল ব্যবসায়িরা। এই পরিস্থিতি পরিপূর্ণ ভাবে ঠিক না হলে এই ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে। ইতিমধ্যে অনেক ট্রাভেল ব্যবসা বন্ধ হয়ে গেছে। স্বল্প পরিসরে কিছু এয়ারলাইন্স চালু আছে। তাতেও বিভিন্ন বিধি নিষেধের কারণে মানুষ ট্রাভেল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে। তাদের ভোগান্তির ফলও ট্রাভেল এজেন্সীকে সামাল দিতে হচ্ছে। সর্বপরি ট্রাভেল ব্যবসায় সুখকর কোন সংবাদ আসছেনা। তাই মহান আল্লাহর আনুকল্য লাভের জন্য বিশেষ প্রার্থনা করা হয় এবং ইফতারের আগে হালাল ব্যবসার উপর আলোচনা করেন, মোঃ ইসলাম।
আটাবের সভাপতি রহমানিয়া ট্রাভেলের সিইও মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিম হারুনের পরিচালনায় দোয়া ও মোনাজাত করেন মাওলানা মুফতি ইসমাঈল। এ সময় উপস্থিত ছিলেন আটাবের ট্রেজারার ও গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলের সিইও মোঃ শামসুদ্দিন বশির, স্কাইল্যান্ড ট্রাভেলের সিইও মাসুদ মোর্শেদ, মেঘনা ট্রাভেলের সিইও মোঃ রহমান, বাংলাদেশ ট্রাভেলের সিইও জাফর ফিরোজ, মা ট্রাভেলের সিইও মোঃ সোলায়মান আলী, এবার গ্রীন ট্রাভেলের সিইও স্যাম ইসলাম, ইউএসবিডি ট্রাভেলের সিইও মশিউর রহমান মজুমদার প্রমুখ।
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন