সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ট্রাম্পকে ‘মিথ্যাবাদী’ বলে অভিহীত করলেন বাইডেন

শনিবার, জানুয়ারী ৮, ২০২২

প্রিন্ট করুন
biden 1

চলমান ডেস্ক: আমেরিকার গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলার এক বছর পূর্তিতে ডোনাল্ড ট্রাম্পকে ‘মিথ্যাবাদী’ বলে অভিহীত করলেন জো বাইডেন। খবর ডয়চে ভেলের।

ঠিক এক বছর আগে ৬ জানুয়ারি ক্যাপিটল ভবন হামলা করেছিল আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা। তার এক বছর পূর্তি উপলক্ষে ক্যাপিটল ভবনেই এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ দিনের ভাষণে ট্রাম্পকে মিথ্যাবাদী বলে আক্রমণ করেছেন বাইডেন।

বাইডেন বলেছেন, ‘’২০২০ এর নির্বাচনে একের পর এক মিথ্যা বলে গেছেন সাবেক প্রেসিডেন্ট। আমেরিকার ইতিহাসে প্রথম কোন প্রেসিডেন্ট সরাসরি গণতন্ত্রের উপর হামলা চালিয়েছেন। সমর্থকদের উত্তেজিত করে ক্যাপিটল ভবনে হামলা চালাতে উৎসাহ দিয়েছেন।’’

এখানেই থামেন নি বাইডেন। ক্যাপিটল ভবনের হামলার জন্য সরাসরি ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। বলেছেন, ‘এ প্রথম অ্যামেরিকায় ক্ষমতা হস্তান্তরের সময় সহিংস পথে হাঁটলেন কোন প্রেসিডেন্ট।’

তবে শুধু দোষারোপ নয়, বাইডেন বলেছেন, ‘গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে সব মার্কিন নাগরিককে। কাঁধে কাঁধ মিলিয়ে সে কাজ করতে হবে।’

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও বলেছেন একই কথা। গণতন্ত্র পুনরুদ্ধারের আর্জি পেশ করেছেন জনগণের সামনে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন