শনিবার, ১২ জুলাই ২০২৫

শিরোনাম

ট্রাম্পের নতুন শুল্ক নীতি, চাপে ১৪ দেশ

বুধবার, জুলাই ৯, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: শুল্ক যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের কাছে নতুন শুল্কহার চিঠি আকারে পাঠিয়েছেন। এতে এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানানো হয়েছে, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে।

সোমবার ঘোষিত শুল্কহারের তালিকায় দেখা যাচ্ছে, বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ, কম্বোডিয়ায় ৩৬, লাওসে ৪০, মিয়ানমারে ৪১ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ অধিকাংশ দেশেই শুল্কহার ২৫ থেকে ৩৬ শতাংশের মধ্যে।

তবে এপ্রিলের তুলনায় বেশির ভাগ দেশের ক্ষেত্রে হার কিছুটা কমানো হয়েছে। ব্যতিক্রম মালয়েশিয়া—এখানে শুল্কহার বেড়েছে। অনেক দেশের ক্ষেত্রে হার অপরিবর্তিত রয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই শুল্ক সিদ্ধান্ত চূড়ান্ত হলেও কিছু ক্ষেত্রে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। তবে ট্রাম্প চিঠিতে সতর্ক করে বলেছেন, কেউ পাল্টা শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্র আরও কড়া পদক্ষেপ নেবে। খাতভিত্তিক আগের শুল্কের সঙ্গে নতুন শুল্ক যোগ হবে না—গাড়ির মতো কিছু ক্ষেত্রে আগের হারই বহাল থাকবে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশে কোনো চিঠি পাঠানো হয়নি বলে জানিয়েছে ইইউ। তবে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মনে করছেন, ইইউ-যুক্তরাষ্ট্র পারস্পরিক সমঝোতায় পৌঁছাতে আরও সময় পেতে পারে।

চিঠি পাওয়া দেশগুলো আলোচনার মাধ্যমে সমাধান চায়। জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই নিজেদের অবস্থান জানিয়েছে। দক্ষিণ আফ্রিকা বলেছে, তাদের ওপর শুল্ক ‘ভুল বাণিজ্য তথ্যের ভিত্তিতে’ দেওয়া হয়েছে।

মার্কিন বাণিজ্য বিভাগ জানায়, চিঠি পাওয়া দেশগুলো থেকে গত বছর যুক্তরাষ্ট্র ৪৬৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। এর বড় অংশ এসেছে জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে—যেখানে মূলত গাড়ি, যন্ত্রাংশ, চিপস ও ওষুধ সরবরাহ হয়। নতুন শুল্ক এই পণ্যের দাম বাড়িয়ে মার্কিন ভোক্তাদের ওপর চাপ ফেলতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন