সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে টিপ্পনী কেটেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘একজন প্রার্থী অনেক বয়স্ক এবং প্রেসিডেন্ট হওয়ার জন্য মানসিকভাবে অযোগ্য। অন্যজন আমি।’
শনিবার (১৬ মার্চ) ওয়াশিংটনের ঐতিহ্যবাহী গ্রিডিরন ক্লাব ডিনারে বক্তব্যে ট্রাম্পের উদ্দেশে বাইডেন এই টিপ্পনী কাটেন।
ওই ডিনারে আয়ারল্যান্ডের তাওইসাচ লিও ভারাদকার, আমাজনের প্রতিষ্ঠাতা ও ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস এবং টিকটকের সিইও শও জি চিউসহ ৬৫০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন।
তবে বাইডেনের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় এখনো কিছুই বলেনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দল। তবে এর আগে ৭৭ বছর বয়সী রিপাবলিকান নেতা ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার মানসিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বাইডেনের স্মৃতি অস্পষ্ট এবং তিনি প্রায়ই বিভ্রান্ত থাকেন বলে এর আগে মন্তব্য করেছিলেন ট্রাম্প।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন