ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে এফবিআই প্রধান ক্রিস্টোফার রে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী জানুয়ারিতে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
২০১৭ সালে ট্রাম্পের নিয়োগ দেওয়া রে-এর নেতৃত্বে এফবিআই পরবর্তীতে ট্রাম্পের বিরুদ্ধেই তদন্ত পরিচালনা করে, যা নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছিলেন।
বুধবার এফবিআইয়ের অভ্যন্তরীণ সভায় রে বলেন, মূল্যবোধ এবং নীতিনৈতিকতার ভিত্তিতে কাজ করাই আমাদের লক্ষ্য।
ট্রাম্প ইতোমধ্যেই এফবিআই প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নাম ঘোষণা করেছেন। প্যাটেল সংস্থার কার্যক্রম সীমিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন।
রে-এর পদত্যাগ ট্রাম্পের অধীনে এফবিআইয়ের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন