সিএন প্রতিবেদন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়েছে। কেউ দাবি করেছেন তিনি মারা গেছেন, আবার কেউ বলেছেন গুরুতর অসুস্থ। তবে সাম্প্রতিক ছবি ও কার্যক্রমে এসব গুজব ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ২টায় ওভাল অফিস থেকে প্রতিরক্ষা বিভাগ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন ট্রাম্প। যদিও তাঁর স্বাস্থ্যের ব্যাপারে মুখপাত্র কোনো মন্তব্য করেননি।
নিউজউইকের খবরে বলা হয়, ২৬ আগস্ট মন্ত্রিসভার বৈঠকের পর হঠাৎ ট্রাম্পের প্রকাশ্য কর্মসূচি থেমে যায়। কয়েক দিন তাঁকে না দেখায় গুজব ছড়ায় যে, তিনি মারা গেছেন। সামাজিক মাধ্যমে ‘ট্রাম্প মারা গেছেন’ হ্যাশট্যাগ ট্রেন্ডও করে।
কিন্তু পরে দেখা যায়, ট্রাম্প স্বাভাবিকভাবেই ভার্জিনিয়ার গলফ ক্লাবে সময় কাটাচ্ছেন, নাতি-নাতনিদের সঙ্গে খেলছেন। তিনি নিজেও পোস্ট দিয়ে লেখেন, জীবনে কখনো এত ভালো লাগেনি।
তবে হাতে কালো দাগ, গোড়ালি ফুলে থাকা ও কনসিলার ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। চিকিৎসকেরা বলছেন, এটি সামান্য আঘাত—ঘন ঘন করমর্দন ও অ্যাসপিরিন ব্যবহারের কারণে এমন হয়েছে।
৭৯ বছর বয়সে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সামান্য অনুপস্থিতিও তাই জল্পনা তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, বয়সজনিত কারণে তাঁর স্বাস্থ্য নিয়ে বিতর্ক চললেও বাস্তবে তিনি এখনো রাজনৈতিকভাবে সক্রিয় এবং সামনে দেওয়া ঘোষণা মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেবে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন