শুক্রবার, ০৮ আগষ্ট ২০২৫

শিরোনাম

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কে ৬ খাতে ধরাশায়ী ভারত

বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: দুই দফায় ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের এই সিদ্ধান্তে ভারতের বেশ কিছু খাত বেশ বড় ধরনের ক্ষতির মুখেই পড়বে। এর মধ্যে চামড়া, রাসায়নিক, জুতা-মোজা, রত্ন ও গয়না, টেক্সটাইল এবং চিংড়িখাত অন্যতম। মূলত বিপুল এই শুল্কের জেরে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য রপ্তানি ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

বুধবার (৬ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ আমদানি শুল্কে ভারতের চামড়া, রাসায়নিক, জুতা-মোজা, রত্ন ও গয়না, টেক্সটাইল এবং চিংড়িসহ বেশ কয়েকটি রপ্তানি খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিল্পপতিরা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দেন। এর ফলে মোট শুল্ক দাঁড়াল ৫০ শতাংশ। রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখার ‘শাস্তি’ হিসেবে যুক্তরাষ্ট্র শুধু ভারতের ক্ষেত্রেই এই পদক্ষেপ নিয়েছে, অন্য ক্রেতা চীন ও তুরস্ক এ শাস্তির বাইরে রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন