মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ট্রিলিয়ন ডলারের বিল পাসে বাইডেনের বড় জয়

রবিবার, নভেম্বর ৭, ২০২১

প্রিন্ট করুন
AP20313073751245 1 1

চলমান ডেস্ক: বিরোধিতার মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের অবকাঠামো আইন পাস করেছে দেশটির প্রতিনিধি পরিষদ। এ উদারনৈতিক কর্মসূচিতে দেশজুড়ে শুরু হবে ব্যাপক নির্মাণ ও পুনর্নির্মাণ কাজ। খবর সিএনএনের।

গত শুক্রবার ডেমোক্রেটিক দল এ আইন প্রস্তাব পাস করে। ২২৮-২০৬ ভোটে প্রতিনিধি পরিষদে পাস হয় এ আইন প্রস্তাব। এখন প্রস্তাবটি সরাসরি প্রেসিডেন্ট বাইডেনের কাছে যাবে। প্রস্তাবে তিনি স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে এবং তা বাস্তবায়নে আর কোনো বাধা থাকবে না।

ডেমোক্রেটিক দলের ছয় সদস্য এ আইন প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। আর রিপাবলিকান দলের ১৩ সদস্য নিজ দলের বিরোধিতা করে ডেমোক্র্যাটদের প্রস্তাবের পক্ষে ভোট দেন।

সিএনএন বলছে, অবকাঠামো আইন প্রস্তাব পাস হওয়া বাইডেনের জন্য অনেক বড় বিজয় বলে মনে করা হচ্ছে। আইন প্রস্তাবটি বাইডেনের অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে ব্রিজ, সড়ক পুনর্নির্মাণসহ ব্যাপক উন্নয়নকাজ শুরু হবে। এ কর্মসূচি শুরু হলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। রিপাবলিকান ছাড়াও মহামারী শেষ না হওয়া পর্যন্ত মাসে মাসে নগদ প্রণোদনা, বেকার ভাতা পাওয়ার মেয়াদ বৃদ্ধিসহ বাইডেনের এসব কর্মসূচির ঘোর বিরোধিতা করেন মধ্যপন্থি ডেমোক্র্যাটরাও।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন