নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ব্রুকলিনে একটি মুদি দোকানে ডাকাতির চেষ্টার সময় বাধা দেওয়ায় এক দোকানকর্মীকে (২০) খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ ডিসেস্বর) রাতে পৌনে আটটায় ফ্ল্যাটবুশ ডেলি কর্পোরেশন ডেলি গ্রোসারিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এক ব্যক্তি বন্দুক নিয়ে ভেতরে ঢুকে নগদ টাকা দাবি করে। এসময় ডাকাতদের সাথে দোকানের এক কর্মীর হাতাহাতি চলে। পরে ডাকাতরা ওই দোকানকর্মীকে গুলি করে হত্যা করে। নিহতের মাথায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ আরো জানায় , এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি সন্দেহভাজন বা তাকে অভিযুক্ত করা হবে কিনা তা এখনো স্পষ্ট নয়।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন