বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ডীনস অ্যাওয়ার্ড পাচ্ছেন কুবির ৫১ শিক্ষার্থী

মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১

প্রিন্ট করুন
5D69C831 6322 4C74 BA1D 94CA853C31EE 2021 12 21 15 46 09 1

কুবি প্রতিবেদকঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথম সমাবর্তন ২০২০ উপলক্ষে ডীনস অ্যাওয়ার্ড এর জন্য ব্যাচেলর ডিগ্রি ২০০৬-০৭ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ এবং মাস্টার্স ডিগ্রীর  ২০১০-১১ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মোট ৫১ জন কৃতি শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। 

মঙ্গলবার (২১ ডিসেম্বর)  বিষয়টি জানান বিশ্ববিদ্যালয় ডীনস অ্যাওয়ার্ড কমিটির আহবায়ক এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের   অধ্যাপক ড. শেখ মোকসাদুর রহমান। 

স্নাতকের মোট ৮ শিক্ষাবর্ষের মোট ১৮ জনকে মনোনীত করা হয়। তারা হলেন, গণিত বিভাগের হুমাইরা দিল আফরোজ ও ফারহানা ইয়াসমিন, পরিসংখ্যান বিভাগের উম্মুল খায়ের সুমি ও সোনিয়া আকতার, অর্থনীতি বিভাগের মিস নয়ন তারা ও স্বর্ণা মজুমদার, ব্যবস্থাপনা বিভাগের সংগীতা বসক, মোঃ রফিকুল ইসলাম শাকিলা ফেরদৌস। একাউন্টিং বিভাগের অরূপা সরকার, রাবেয়া জামান। মার্কেটিং বিভাগের নাসরিন আকতার ঝুমুর, তানজীনা ইয়াসমিন। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের রিপা আকতার। সিএসই বিভাগের নয়ন বণিক। আইসিটি বিভাগের আমেনা বেগম, মোঃ কামরুল হাসান এবং পিন্টু চন্দ্র পাল। 


মাস্টার্স ডিগ্রীর ৬টি ব্যাচের ৩৩ জন মনোনীতরা  হলেন, গণিত বিভাগের সামিয়া তাহের, খাদিজা বেগম, পারভীন আকতার হুমায়রা দিল আফরোজ এবং মাহিনুর আকতার। পদার্থ বিজ্ঞান বিভাগের সানজিদা হক, অন্তরা তাজরীন তৃণা। পরিসংখ্যান বিভাগের কনকন আচার্য। রসায়ন বিভাগের শারমিন আকতার রূপা, মোঃ আলাউদ্দিন হোসাইন। অর্থনীতি বিভাগের মোঃ মাসুদ রানা, মোঃ সাইফুল ইসলাম স্বর্ণা মজুমদার সায়েদা সুরাইয়া সুলতানা। নৃবিজ্ঞান বিভাগের ইসরাত জাহান লিপা। ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মোঃ জাহিদ হাসান, সঙ্গীতা বসাক, মোঃ রফিকুল ইসলাম, শাকিলা ফেরদৌস। একাউন্টিং বিভাগের ফাহামিদা হোসাইন, তৃণা সাহা, ফাহিমুল কাদের সিদ্দিকী এবং মোঃ কাউসার খান। মার্কেটিং বিভাগের মোঃ আওলাদ হোসাইন, নাসরিন আকতার ঝুমুর, খালেদা আকতার,  জাহিদুল ইসলাম পাটোয়ারী এবং তানজীনা ইয়াসমিন। সিএসই বিভাগের মেশকাত জাহান, তাপসী গোস্বামী। আইসিটি বিভাগের আমেনা বেগম, নাবিলা মেহজাবিন এবং মোহাম্মদ কামরুল হাসান।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, এটা সমাবর্তনের সময় দেওয়ার কথা ছিলো। সমাবর্তনের প্রোগ্রাম সংক্ষিপ্ত করার জন্য তখন দেওয়া হয় নাই। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এখন দেওয়া হবে। এটা চলমান থাকবে এবং প্রতি বছর সমাবর্তনের সময় দেওয়া হবে।  উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাবের স্থগিত হওয়া এই সম্মাননা   আগামী ২রা জানুয়ারী প্রদান করা হবে। সম্মাননা হিসেবে  অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের  একটি করে ক্রেস্ট এবং সনদপত্র  প্রদান করা হবে।

আরএইচ/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন