বুধবার, ৩০ জুলাই ২০২৫

শিরোনাম

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, শনাক্ত আরও ৪০৬

বুধবার, জুলাই ৯, ২০২৫

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এ মৃত্যু হয়। আর এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন।

বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৯৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৬৪ জন, ঢাকা বিভাগে ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে দুজন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৪৩৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ২২৫ জন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন