রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ডেনভারে বন্দুক হামলায় পাঁচজন নিহত

মঙ্গলবার, ডিসেম্বর ২৮, ২০২১

প্রিন্ট করুন
60270894 303 1

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ডেনভারে এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে হামলাকারী ও প্রাণ হারায়। এ ঘটনায় পুলিশ এক কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।  তবে হামলাকারীর পরিচয় এখনো জানা যায় নি। স্থানীয় সময় সোমবার (২৭ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বন্দুকধারী প্রথমে এক নারীকে গুলি করে হত্যা এবং একজন পুরুষকে আহত করেন। তারপর তিনি গাড়ি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। চলন্ত গাড়ি থেকে ইস্ট ডেনভারে চিজম্যান পার্কে তিনি আরেক ব্যক্তিকে গুলি করেন। তারপর ডেনভারের পশ্চিম দিকে গিয়ে আবার গুলি চালান। তবে তখন গুলি কারেও গায়ে লাগেনি। সেখান থেকে সরে যাওয়ার সময় তার উপর নজর দিলে পুলিশের ওপরও গুলি চালান ওই বন্দুকধারী। তারপর লেকউডে গিয়ে আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন।

লেকউডের পুলিশ বলছে, সেখানে পুলিশের সঙ্গে গুলির একপর্যায়ে বন্দুকধারী গাড়ি থেকে নেমে দৌড়ে এক হোটেলে ঢুকে এক কর্মীকে গুলি করেন। পুলিশ এলে এক পুলিশ কর্মকর্তাকেও গুলিতে আহত করেন। তারপর পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন