বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে যে দোদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে যে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন। নির্বাচন কমিশন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।’
তিনি বলেন, ‘যথাসময়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম এবং জাতি অপেক্ষা করছিল।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটি নির্বাচন হবে বলে আমরা আশা করি।
নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য জাতিকে এবং সমস্ত জনগণকে ততিনি আহ্বান জানায়। তিনি বলেন, আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে। এখন আর কোনো ধরনের অনিশ্চিত পরিবেশ থাকবে না।’
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন