বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

ঢাকায় ইউসিবির মাধ্যমে ইউনিভার্সিটি অফ লন্ডনের ডিগ্রির সুযোগ

রবিবার, আগস্ট ২৭, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশে ইউনিভার্সিটি অফ লন্ডনের এক্সক্লুসিভ পার্টনার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবি) আয়োজনে শনিবার (আগস্ট ২৬) ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে, যাতে গেস্ট অফ অনার ছিলেন লন্ডন স্কুল অফ ইকোনমিকসের জেমস অ্যাবডে। গুলশানে অবস্থিত ইউসিবি ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন অসংখ্য তরুণ মেধাবী শিক্ষার্থী। অনুষ্ঠানে আগামী সেপ্টেম্বর মাস থেকে ইউসিবিতে চালু হতে যাওয়া তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ ইউকে ডিগ্রি প্রোগ্রাম প্রসঙ্গে আলোচনা করা হয়।

‘ওপেন ডে’র আয়োজনে শিক্ষার্থীরা ইউসিবিতে একাউন্টিং এন্ড ফিন্যান্স, বিজনেস এন্ড ম্যানেজমেন্ট, ইকোনমিকস ও ফিন্যান্সের উপর বিএসসি ডিগ্রি নিয়ে পড়াশোনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন, যার সুফল এরইমধ্যেই অনেক শিক্ষার্থী তাদের ক্যারিয়ারে উপভোগ করছেন। লন্ডন স্কুল অফ ইকোনমিকসের প্রাতিষ্ঠানিক দিকনির্দেশনায় বাংলাদেশে এই ডিগ্রিগুলো পরিচালিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশে থেকেই ইউসিবির মাধ্যমে তিন বছরে যুক্তরাজ্যের ডিগ্রি অর্জন করতে পারবেন।

ইউসিবি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রথম ইন্টারন্যাশনাল এডুকেশন প্রোভাইডার, যারা দেশে ও/এএস/এ লেভেলস এবং এইচএসসি সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অফ লন্ডনে উচ্চ শিক্ষা প্রোগ্রামে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করছে।

অনুষ্ঠানে লন্ডন স্কুল অফ ইকোনমিকস এন্ড পলিটিক্সের জেমস অ্যাবডেকে স্বাগত জানান ইউসিবির প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল।

তিনি বলেন, `দেশের শিক্ষা মন্ত্রণালয় স্বীকৃত প্রথম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রোগ্রাম সুবিধা দানকারী প্রতিষ্ঠান হিসেবে আমাদের লক্ষ্য দেশের মেধাবী শিক্ষার্থীদের সামনে ব্যয়সাশ্রয়ী উপায়ে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের পথ গড়ে দেয়া। ইউনিভার্সিটি অফ লন্ডনের সহযোগীতায় ইউসিবি একান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে দেশে বিশ্বমানের উন্নত মানব সম্পদ গড়ে ওঠে ও বাংলাদেশ দ্রুত উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপ নেয়ার সক্ষমতা অর্জন করে। আমরা জাতীয় শিক্ষাক্রম ও আন্তর্জাতিক শিক্ষাক্রম- দুই ধারার শিক্ষার্থীদের জন্যই সেরা মানের প্রোগ্রাম এনেছি, যার মাধ্যমে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা একটি সুন্দর ভবিষ্যত গড়ার পথে ব্যয়সাশ্রয়ী উপায়ে এগোতে পারবেন। আশা করছি, ওপেন ডে’র এই আয়োজন দেশের তরুণদেরকে, বিশেষত জাতীয় শিক্ষাক্রমের আওতাধীন শিক্ষার্থীদেরকে ইউসিবির হাত ধরে ইউনিভার্সিটি অফ লন্ডনে উচ্চ শিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করেছে।’

লন্ডন স্কুল অফ ইকোনমিকসে ইউওএল প্রোগ্রামসের অ্যাসোসিয়েট একাডেমিক ডিরেক্টর জেমস অ্যাবডে বলেন, ‘এলএসই’র দিকনির্দেশনায় বাংলাদেশে প্রথম ইউওএল প্রোগ্রাম পরিচালনা করছে ইউসিবি। ঢাকায় তাদের আয়োজনে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মেধাবীদেরকে নিজ দেশে বসেই এলএসই প্রণীত কারিকুলামে নিজেদের প্রাতিষ্ঠানিক দক্ষতাকে শানিত করতে সহযোগীতার লক্ষ্যে আমরা যে উদ্যোগ নিয়েছি, এটি নিঃসন্দেহে সেটিকে আরো এক ধাপ এগিয়ে নেবে। আমাদের প্রতিষ্ঠান থেকে স্নাতক সম্পন্নকারী তরুণেরা পরবর্তী বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে ক্যারিয়ার গড়েছেন। অনেকে এলএসই কিংবা বিশ্বের অন্যান্য খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন। শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার পূর্ণ বিকাশে সহযোগী হতে পেরে আমরা গর্বিত।’

তিনি আরো বলেন, ‘আমার ও আমার লন্ডনের সহকর্মীদের পক্ষ থেকে ইউসিবি-কে অভিনন্দন। বাংলাদেশে উদ্ভাবনী ও সাফল্যের সাথে তারা চমৎকার সব প্রোগ্রাম পরিচালনা করে যাচ্ছে, যা এইচএসসি পাস শিক্ষার্থীদেরকে দেশে বসেই ইউনিভার্সিটি অফ লন্ডনে পড়তে অনুপ্রাণিত করছে।’

অনুষ্ঠান চলাকালীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ইউনিভার্সিটি অফ লন্ডনে ভর্তি ও অধ্যয়ন প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন। উপস্থিত অনুষদ সদস্যরা তাদের প্রশ্নের উত্তরের পাশাপাশি সেরা মানের শিক্ষা গ্রহণ ও উন্নত ক্যারিয়ার গঠনের জন্য ইউসিবিতে ইউনিভার্সিটি অফ লন্ডনের প্রোগ্রামে ভর্তি শিক্ষার্থীরা যে ভিন্ন ভিন্ন এডুকেশন পাথওয়ে ও ডিগ্রির সুবিধা লাভ করেন, সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। উপস্থিত শিক্ষার্থীরা ইউসিবির অনন্য মানের ক্যাম্পাস ঘুরে দেখার ও জেমস অ্যাবডের সাথে সরাসরি আলাপচারিতার সুযোগ পান।

বাংলাদেশে ইউসিবি পরিচালিত ইউনিভার্সিটি অফ লন্ডনের প্রোগ্রামগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.ucbbd.org

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন