নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: রাজধানী ঢাকার পর এবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামেও হাফ ভাড়া চালু হচ্ছে। যা আগামী ৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত বেলাল।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম বিটিআরটিসি কার্যালয়ে বাস মালিকদের সাথে একটি সভা হয়। সেখানে শিক্ষার্থীদের হাফ ভাড়া ও মালিকদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয়।
তিনি আরো বলেন, আগামী (৫ ডিসেম্বর) রবিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালু হবে। তবে তা কেবল মহানগর এলাকায় প্রযোজ্য হবে।
এর আগে গত ৩০ নভেম্বর ঢাকার শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার অনুমোদন দেওয়া হয়। এর পর বন্দর নগরী চট্টগ্রামের শিক্ষার্থীরাও একই দাবি নিয়ে মাঠে নামে। অবশেষে তাদের দাবি আলোর মুখ দেখতে যাচ্ছে।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন