ঢাকা, কুষ্টিয়া, দিনাজপুর, হবিগঞ্জ, নীলফামারী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়।
ভারতের মেঘালয় রাজ্যের লখিপুর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়া মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তাদের ওয়েবসাইটে জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায়।
হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী জানান, হবিগঞ্জ শহরে সকাল ৯টা ১৬ মিনিটে অন্তত পাঁচ/ছয় সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় বাসাবাড়িতে থাকা মানুষজন কিছু সময় ধরে দুলুনি অনুভব করেন। ভূমিকম্প টের পেয়ে মানুষ কিছুটা আতঙ্কিত হলেও এর স্থায়িত্ব কম হওয়ায় ও মৃদু কম্পন অনুভূত হওয়ায় কিছুক্ষণের মধ্যেই আতঙ্ক কেটে যায়।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন