সিএন প্রতিবেদক: ফুটবলে অকুণ্ঠ সমর্থনের প্রতিদান স্বরুপ ঢাকায় দূতাবাস চালু করতে যাচ্ছে আর্জেন্টিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ ফেব্রুয়ারি দূতাবাস উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
কূটনীতিক সূত্রে জানা যায়, ঢাকায় দূতাবাস চালু করার সব প্রস্তুতি শেষের দিকে। দূতাবাস তৈরির পর উদ্বোধন করতে আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। পরদিন ২৭ ফেব্রুয়ারি দূতাবাস উদ্বোধন করবেন তিনি।
এদিকে বাংলাদেশে দূতাবাস খোলার বিষয় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারত থেকে বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার একটি প্রতিনিধি দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন নয়াদিল্লিতে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসের উপরাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেনিলিয়ানি।
এর আগে ২০২২ সালের ১২ ডিসেম্বর আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো এক টুইট বার্তায় জানান, ঢাকায় ১৯৭৮ সালে বন্ধ হয়ে যাওয়া তাঁর দেশের দূতাবাস পুনরায় চালুর বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনা হয়েছে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন