ঢাকা: ঢাকায় রাওয়া ক্লাব সপ্তম বারের মতো আয়োজন করল রাওয়া বইমেলা-২০২১। দুই দিন ব্যাপী ও বইমেলা ৩ ও ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে কেক কেটে মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রফেসর এমিরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেম্বার লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশন কর্নেল খালেদা পারভিন। আরো বক্তব্য দেন রাওয়া ভাইস চেয়ারম্যান (সেনা বাহিনী) মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামন ও রাওয়া চেয়ারম্যান মেজর জেনারেল আলাউদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেম্বার লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশন কর্নেল খালেদা পারভিন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন রাওয়া চেয়ারম্যান মেজর জেনারেল আলাউদ্দিন। প্রধান অতিথি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা লেখকরা ছাড়াও খ্যাতনামা বিভিন্ন প্রকাশনী মেলায় অংশ নেয়। মেলা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মূলত লেখক, প্রকাশক, পাঠক ও বইপ্রেমীদের মেলবন্ধনে বইমেলাকে একটি মিলনমেলায় পরিণত করা ও রাওয়ার লেখকদের লেখা বইগুলো সবার মাঝে পরিচিত করাই মেলার মূল লক্ষ্য।
বইমেলা উপলক্ষে সমাপনী দিন সন্ধ্যায় আয়োজন করা হবে সঙ্গীত সন্ধ্যা। এতে রাওয়ার নিজস্ব শিল্পীরা অংশ নেবেন।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন