রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যুক্তরাষ্ট্রের কোন অবস্থান নেই: মার্কিন রাষ্ট্রদূত

বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে বলেও তাঁর অভিমত।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পিটার হাস।

তিনি বলেন, আমরা যা সমর্থন করি তা হল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা বাংলাদেশের জনগণকে তাদের পরবর্তী সরকার বেছে নিতে সহায়তা করবে।’

পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবার ভূমিকা রয়েছে। সরকারের ভূমিকা আছে, মিডিয়ার ভূমিকা আছে, অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজ ও বিচার বিভাগ, সিকিউরিটি ফোর্সেস (নিরাপত্তা বাহিনী) এবং অবশ্যই ভোটারদের ভূমিকা আছে।’

আওয়ামী লীগের সঙ্গে অনুষ্ঠিত হওয়া সৌজন্য সাক্ষাৎটি বাংলাদেশের বিভিন্ন অংশীদারদের সঙ্গে হওয়ায় বৈঠকের অংশ বলে জানান পিটার হাস।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন