শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

তাকবিরে তাশরিক পড়ুন ৯-১৩ জুলাই

শুক্রবার, জুলাই ৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক: জিলহজ আরবি ১২ মাসের মধ্যে অত্যন্ত গুরুত্ব ও ফজিলতপূর্ণ একটি মাস। জিলহজ মাসে মুমিন মুসলমানের জন্য নির্ধারিত পাঁচ দিনে ২৩ ওয়াক্ত নামাজে তাকবিরে তাশরিক ওয়াজিব আমল। আর দশকজুড়ে দিনে এ আমলটি বেশি বেশি করতে বলেছেন স্বয়ং বিশ্বনবি (সা.)।

হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জিলহজ মাসের প্রথম দশকে তোমরা বেশি বেশি তাকবির (আল্লাহু আকবার), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাহমিদ (আলহামদুলিল্লাহ) বলবে।’ (মুসনাদে আহমাদ)

তাকবিরে তাশরিক হল-

আরবি: اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَ اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر وَ للهِ الْحَمْد

উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।

অর্থ: আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই; আল্লাহ মহান, আল্লাহ মহান; সব প্রশংসা মহান আল্লাহ জন্য।

ওয়াজিব আমলের সময় ও নিয়ম: হজের দিন (৯ জিলহজ) ফজর নামাজের পর থেকে ১৩ জিলহজ আসর নামাজ পর্যন্ত মোট পাঁচ দিন ২৩ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর নারী-পুরুষ সবার জন্য এক বার তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব। পুরুষরা উচ্চস্বরে পড়লেও নারীরা তা আস্তে আস্তে পড়বে। তবে ফরজ নামাজের পর এক বার পড়া ওয়াজিব আর তারপর একাধিক বার পড়া মোস্তাহাব।

সুন্নাতের অনুসরণে তাকবিরের আমল: জিলহজ মাসের শুরু থেকে নির্ধারিত দিনগুলো ছাড়াও পুরো দশকজুড়ে বেশি বেশি তাকবিরে তাশরিক পড়া সুন্নাত। রাসুলুল্লাহ (সা.) চলাফেরা, উঠা-বসা তথা সব সময় বেশি বেশি তাকবিরে তাশরিক পড়বেন।

সুতরাং, আগামী ৯ জুলাই শনিবার থেকে ১৩ জুলাই বুধবার পর্যন্ত এ পাঁচ দিনে মোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর তাকবিরে তাশরিক সবার জন্য এক বার পড়া ওয়াজিব আর তিন বার পড়া মুস্তাহাব।

উল্লেখ্য, এখন ১৪৪৩ হিজরি সনের শেষ মাস জিলহজ চলছে। আগামী ১০ জুলাই মোতাবেক ১০ জিলহজ পবিত্র ঈদুল আজহা ও কোরবানি অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা, হজ ও কোরবানির জন্য অন্যান্য মাসের তুলনায় এ মাসের মর্যাদা অনেক বেশি। আর এ মাসটির প্রথম দশকজুড়ে বেশি বেশি তাকবির, তাহলিল ও তাহমিদ বেশি বেশি পড়ার কথা বলেছেন স্বয়ং বিশ্বনবি।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, তাকবিরে তাশরিকের নির্ধারিত পাঁছ দিন ২৩ ওয়াক্ত নামাজ ছাড়াও পুরো দশকজুড়ে বেশি বেশি এ তাকবির পড়ার মাধ্যমে সুন্নাতের অনুসরণ ও অনুকরণ করা।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন