শনিবার, ২২ নভেম্বর ২০২৫

শিরোনাম

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে চবিতে প্রীতি ফুটবল ম্যাচ

শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করে হলের ভিপি শাহারিয়ার আহমেদ সোহাগ ও জিএস তামিম চৌধুরী।

প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ‘শহীদ ওয়াসিম আকরাম একাদশ’ ও ‘শহীদ মুগ্ধ একাদশ’। নির্ধারিত সময়ে শহীদ ওয়াসিম আকরাম একাদশ ৩–০ গোলের ব্যবধানে শহীদ মুগ্ধ একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকেরা।

আয়োজকেরা বলেন, রাজনৈতিক বিভাজন ছাপিয়ে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্পর্ক বৃদ্ধিই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন