চলমান ডেক্স: সংগঠন বহির্ভুত আচরণ ও গঠনতন্ত্র অমান্য করার অপরাধে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা শরাফত হোসেন বাবুকে সদস্য পদসহ ফোবানার সব কার্যক্রম থেকে আগামী পাঁচ বছরের জন্য বহিস্কার করা হয়েছে। তিনি গত ৩-৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ৩৫তম ফোবানা কনভেশন ২০২১ এর আহবায়ক ছিলেন। শরাফত হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শালা হন। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের খালাত ভাই শরাফত হোসেন।
জানা যায়, অসদাচরণ ও অসাংগঠনিক কর্মকান্ডের জন্য গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফোবানার স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী শরাফত হোসেন বাবুকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। ওই কারণ দর্শানোর নোটিশের কোন উত্তর নির্ধারিত সময়ের মধ্যে না দেয়ায় গত ৭ অক্টোবর ফোবানার স্টিয়ারিং কমিটির সভা ডাকা হয়। সভায় সর্বসম্মতিক্রমে শরাফত হোসেন বাবুকে ফোবানার স্টিয়ারিং কমিটির সদস্য পদসহ ফোবানা সংক্রান্ত সব কার্যক্রম থেকে আগামী পাঁচ বছরের জন্য বহিস্কার করা হয়। যা শরাফত হোসেন বাবুকে নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হয়। বহিস্কারাদেশ গত ২০ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
ফোবানার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আলী ইমাম সিকদার স্বাক্ষরিত বহিস্কারাদেশে বলা হয়েছে, ‘ফোবানা কনভেশন ২০২১ এর দ্বিতীয় দিনে আহবায়ক শরাফত হোসেন বাবু ফোবানার তৎকালীন এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজমের সাথে যে উচ্ছৃংখলতা ও অসদাচরণ করেছে, তা ছিল সম্পূর্ণ অসাংগঠনটিক ও অগঠনতান্ত্রিক। যার ফলে উত্তর আমেরিকার আমব্রেলা সংগঠন ফোবানা সমালোচনার মুখে পড়েছে এবং বাংলাদেশী কমিউনিটির মর্যাদা ক্ষুন্ন হয়েছে।’
উল্লেখ্য, ফোবানা কনভেনশন ২০২১ এর দ্বিতীয় দিন ৪ সেপ্টেম্বর মারামারি ও অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটিয়েছিলেন নেতা শরাফত হোসেন বাবু। ওই দিন অ্যাসেলের ভূমিকা নিয়ে প্রশ্ন ও কয়েকটি বিষয়ের হিসাব চাওয়ায় ফোবানা স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী শাখাওয়াত আজমের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন শরাফত হোসেন বাবু। তিনি শাখাওয়াত আজমের সাথে চড়-থাপ্পড়, হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। দুইজন কথা কাটাকাটিতে লিপ্ত হন। এক পর্যায়ে শরাফত হোসেন বাবু কাজী আজমকে থাপ্পড় দেয়ার চেষ্টা করেন। তবে থাপ্পড়টি লাগেনি। পাল্টা থাপ্পড় দেন কাজী আজম। এর মধ্যে উপস্থিত অনেকে ঘটনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এ সময় শরাফত বার বার কাজী আজম ও তার অনুসারিদের দিকে তেড়ে আসছিলেন। এক সময় কাজী আজমের এক অনুসারির ধাক্কায় বাবু মেঝেতে পড়ে যান। এতে বাবু পুলিশ ও সিকিউরিটি গার্ডদের ডাকার চেষ্টার করেন এবং কাজী আজমসহ অন্যদেরকে বের করে দেয়ার হুমকি দিতে থাকেন। পরে উপস্থিত অনেকে কনভেশন থেকে চলে যাওয়ার হুমকি দিলে ক্ষমা চান শরাফত। তার এ ধরনের আচরণের কারণে বিতর্কে মুখে পড়ে ফোবানার মত সংগঠন। এ ঘটনায় নিন্দা জানান কনভেনশনে উপস্থিত প্রবাসীরা।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন