লাহোর, পাকিস্তান: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়।
তোষাখানা দুর্নীতি মামলায় শনিবার (৫ আগস্ট) পাকিস্তানের একটি আদালত ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেন।
রায় ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় তাকে গ্রেফতার করা হয়।
ইমরান খান লাহোর থেকে ফেডারেল রাজধানী ইসলামাবাদে এসেছিলেন। পাকিস্তানি রেঞ্জার (আধাসামরিক বাহিনী) সদস্যরা কাঁচের জানালা ভেঙে আইনজীবী ও ইমরানের নিরাপত্তা কর্মীদের মারধর করার পর তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ৭০ বছর বয়সী চেয়ারম্যানের গ্রেফতারের এক দিন আগে ক্ষমতাধর সেনাবাহিনী তার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করার অভিযোগ আনে।
ইসলামাবাদ হাইকোর্ট বিভিন্ন কর্মকর্তাকে তলব করে গ্রেফতারের বৈধতা ও আদালতের ভেতর উপস্থিত কাউকে গ্রেফতার করা বৈধ কি না, তা নিয়ে যুক্তি শুনেছে। মামলার শুনানি শেষে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক রায় সংরক্ষণ করেন ও দিনের পরের অংশে রায় ঘোষণা করেন।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন