শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬

শিরোনাম

তিন শহর থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

বৃহস্পতিবার, জানুয়ারী ১, ২০২৬

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড সদস্যদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এসব রাজ্যে বাস করা অভিবাসী দমনে মোতায়েন করা হয় সামরিক বাহিনীর সদস্যদের। বিতর্কিত এই পদক্ষেপের জেরে ব্যাপক আইনি বাধা ও এবং আদালতের নিষেধাজ্ঞার মুখে পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যার জেরে বুধবার (৩১ ডিসেম্বর) রাজ্যগুলো থেকে আপাতত ন্যাশনাল গার্ড সরিয়ে নেয়ার ঘোষণা দেন তিনি।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট দিয়ে ট্রাম্প বলেন, আমরা শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করছি। যদিও এই শহরগুলোতে দেশপ্রেমিক সৈন্যরা থাকার কারণে অপরাধ ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল।

তবে অপরাধের মাত্রা পুনরায় বৃদ্ধি পেলে ভবিষ্যতে আরও কঠোরভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার হুঁশিয়ারি দেন ট্রাম্প।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন