শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

তুমি নারী, তুমি প্রেরণার তরবারি – শেখ ফাতিমা ফারিহা

মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩

প্রিন্ট করুন

নারী জন্মেছো তুমি দুঃখকে করতে বরণ,
তোমার পদতলে সুখকে দাও বিসর্জন।
কে বলেছে তোমায় পৃথিবী তোমায় দেবে ঠাঁই।
যারা করেছে অবিচার তাদের নেই কোনো রেহাই।

তুমি নারী, তুমি প্রেরণার তরবারি।
তরবারিতেই ছিন্ন হবে শত জালেমের নাড়ি।
তুমি নারী, তোমার বজ্রকন্ঠ, তোমার কন্ঠস্বর।
অপরাধীর বিশাল বক্ষ কাঁপে থর থর।

তুমি নারী, তুমি প্রেমময়, তুমি মমতাময়।
যদি হয় তবে শির নত, তুমি হও জ্বালাময়।
কখনো হও রহস্যময়, কখনো হও প্রতিবাদী।
কখনো বা হও তুমি ভীরু, কখনো নারীবাদী।

যারা ভেবেছে তুমি কেবলই এক নারী।
হতভাগা সে জন, সেও কোনো এক জননীর নাড়ি।
নারী তুমি ভেবো নাকো নেই বুঝি কেউ আর,
ভরসা করো সেই সত্তার যিনি জুগিয়েছেন আহার।

তাদের বিরুদ্ধে হোক তবে জয়,
যারা করেছে তোমার সাফল্যে ভয়।
তাদেরও আসবে সময় তবে
সময় সে তো কারো একার নয়।

জীবন চলে জীবনের গতিতে ঠিক ঠিক।
দেয়ালের ঘড়ির কাঁটার মতই টিক টিক।
থেমে থাকে নাকো কেউ কারো জন্য,
নারী তুমি হও স্বীয় সত্তায় ধন্য।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন