সিএন প্রতিবেদক: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। অন্যদিকে বাস্তুচ্যুতরা চরম খাদ্যাভাবে পড়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পের পর দুই দেশে অন্তত ৮লাখ ৭০ হাজার মানুষের জরুরিভাবে খাদ্যের প্রয়োজন। এরমধ্যে শুধুমাত্র সিরিয়াতেই ৫.৩ মিলিয়ন লোক গৃহহীন হয়ে পড়েছে। অন্যদিকে তুরস্কে বাস্তুচ্যুতদের মধ্যে, ৫ লাখ ৪৫ হাজার অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এবং ৪৫ হাজার শরণার্থী রয়েছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি তুরস্কের অন্তত ৫ লাখ ৯০হাজার এবং সিরিয়ায় ২ লাখ ৮৪ হাজার জন সদ্য বাস্তুচ্যুত মানুষকে খাদ্য রেশন প্রদানের জন্য ৭৭ মিলিয়ন ডলার অর্থ সরবরাহের আবেদন করেছে।
তুরস্কের কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পে ১২ হাজার ১৪১টি ভবন ধ্বংস হয়েছে বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইস্তাম্বুল-ভিত্তিক বোগাজিসি ইউনিভার্সিটির অধ্যাপক মুস্তাফা এরদিক বলেন, ‘মেঝেগুলো একে অপরের ওপরে স্তুপ হয়ে আছে, যার মানে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা খুবই কম।’
এর আগে গত সোমবার (০৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।ভূমিকম্পের কেন্দ্রস্থলটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি থেকে ২৩ কিলোমিটার পূর্ব দিকে ছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন