সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়েছে ১৬ শতাংশ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: তুষারপাত ও শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে বেড়েছে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের মাত্রা। দেশটির জনগণ ঘর উষ্ণ রাখতে অতিরিক্ত গ্যাস ব্যবহার করছেন। আর চাহিদা বাড়ার সাথে সাথে বেড়েছে গ্যাসের দামও। 

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার থেকে দেশটিতে গ্যাসের দাম ১৬ শতাংশ বেড়েছে। চাহিদা বাড়ায় প্রভাব পড়তে পারে উৎপাদনেও।

প্রাকৃতিক গ্যাস ফিউচার বুধবার ১৬ শতাংশ বেড়ে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (বিটিইউ) বিক্রি হয়েছে পাঁচ দশমিক ৫০ ডলারে। যা গত বছরের নভেম্বরের পর সর্বোচ্চ।

গ্যাসের দাম বাড়ায় প্রভাব পড়তে যাচ্ছে দেশটির নাগরিকদের জীবনযাত্রায়। ঘর উষ্ণ রাখতে লাখ লাখ আমেরিকানদের ব্যয় আরও বাড়বে। তাছাড়া বিশ্বের প্রভাবশালী দেশটিতে মূল্যস্ফীতির সমস্যা তো রয়েছেই।

আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে আরও বড় ধরনের তুষারঝড় হতে পারে। আর এমন পরিস্থিতিতে আরো বাড়তে পারে গ্যাসের ব্যবহার। যা সংকটময় পরিস্থিতিও সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন