বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

শিরোনাম

দায়িত্ব পেলে দেশের সেবক হিসেবে কাজ করবে জামায়াত: আমির

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল কখনও দেশ পরিচালনার দায়িত্ব পেলে মালিক নয়, দেশের সেবক হিসেবে কাজ করবে। একই সঙ্গে বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তোলা হবে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জামায়াতে ইসলামী নওগাঁ জেলার সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

জামায়াতের আমির বলেন, যারা অতীতে দেশের মালিক হয়েছে তাদের পরিণতি দেশের মানুষ দেখেছে। এ থেকে সব রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত।

ডা. শফিকুর রহমান বলেন, যারা একটি জাতিকে বিভক্ত করে, তারা জাতির দুশমন। জাতি যখন বিভক্ত হয়ে পড়ে তখনই ষড়যন্ত্রকারীদের সুবিধা হয়। এজন্য আমরা বিভক্ত কোনো জাতি দেখতে চাই না। জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের মতো আর সুবিধা দেওয়া হবে না।

সিএন/এমটি

Views: 4

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন