মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

দিরাইয়ে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী

শনিবার, সেপ্টেম্বর ৪, ২০২১

প্রিন্ট করুন
IMG 20210904 WA0008 1

দিরাইয়, সুনামগঞ্জ: দিরাইয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে। 

উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচির বুধবার (১ সেপ্টেম্বর) প্রথম দিনে সকাল নয়টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল করা হয়। 

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শোয়েব হাসান চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির কার্য নির্বাহী সদস্য হুমায়ুন কবির তালুকদার। 

নেতৃবৃন্দ কার্যালয়ের সামনে থেকে শুরু করে বাজারের বিভিন্ন পয়েন্টে করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড, স্যানিটাইজার ও ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থানীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের পক্ষে শুভেচ্ছা সংবলিত লিফলেট বিতরণ করেন। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার নয়টি ইউনিয়নে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকাল চারটায় তাড়ল ইউনিয়নের ধল বাজারে প্রথম দিনের কর্মসূচি পালন করা হয়। ইউনিয়নের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনীতে আলোচনা সভা, করোনা সুরক্ষা সামগ্রী ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তাড়ল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনাছ মিয়া, সাবেক তিন বারের ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল হক তালুকদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জামিল হোসেন ময়না, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাবেক ইউপি সদস্য আলী মিয়া প্রমুখ।

২ সেপ্টেম্বর দ্বিতীয় দিনে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজার ও রফিনগর ইউনিয়নের বাংলা বাজারে করোনা সুরক্ষা সামগ্রী এবং লিফলেট বিতরণ করা হয়।৩ সেপ্টম্বর তৃতীয় দিনে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের জগদল বাজার, নগদীপুর বাজার ও হোসেনপুর বাজার এবং শাল্লা উপজেলার ঘুনগারগাও বাজারে করোনা সুরক্ষা সামগ্রী এবং লিফলেট বিতরণ করা হয়। প্রতিটি অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্তিত ছিলেন।

মোআ/চনি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন