দিল্লি, ভারত: প্রটোকল লঙ্ঘন করে গাড়ি চালানোর অভিযোগে ভারতের নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কনভয়ের এক চালককে আটক করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটেছে। তবে, জিজ্ঞাসাবাদ শেষে আটকের কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।
শনিবার (সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বাইডেনের কনভয়ের এক গাড়ি আচমকা তাজ হোটেলে ঢুকে। সেই হোটেলেই ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মুহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বেপরোয়া গতির গাড়িটিকে মুহূর্তের মধ্যে থামান নিরাপত্তা কর্মীরা।
জিজ্ঞাসাবাদের সময় ওই গাড়ির চালক জানান, তার আইটিসি মৌর্যতে অর্থাৎ যেখানে বাইডেন রয়েছেন, সেখানে পৌঁছনোর কথা ছিল। এ দিকে, একজন ব্যবসায়ীকে নামাতেই দ্রুত তাজে আসতে হয় তাকে। ওই ব্যবসায়ীকে তিনি লোধি এস্টেট এলাকা থেকে গাড়িতে তুলেছিলেন।
চালক আরো জানান, তিনি প্রোটোকল সম্বন্ধে অবগত ছিলেন না। পরবর্তী গাড়িটিকে কনভয় থেকে সরিয়ে দেয়া হয়।
দুই দিনের জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতে এসেছিলেন জো বাইডেন। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার (৯ সেপ্টেম্বর) রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এরপরই ভিয়েতনামের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেন বাইডেন।
সিএন/এমএ
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন