সিএন প্রতিবেদন: মাত্র দুই দিনে দেউলিয়া হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোর ইতিহাসে এটি একটি বড় ঘটনা।
শুক্রবার (১০ মার্চ) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটেছে। সিলিকন ভ্যালি ব্যাংক যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ ব্যাংক।
শুক্রবারে নিউইয়র্কের নিউ স্টক এক্সচেঞ্জে এসভিবি ফিন্যান্সিয়াল গ্রুপের একটি চার্ট দেখানো হয়েছে। সেখানে দেখা যায়, এসভিবি গ্রুপ তাদের শেয়ার বাড়িয়েছে। তার আগে অবশ্য ভেঞ্চার ক্যাপিটালিস্টরা তাঁদের প্রিমার্কেট ট্রেডিং বন্ধ করে দিয়েছিলেন। অন্যদিকে কোম্পানিগুলো তাদের অর্থ তুলে নেয়। ফলে ব্যাংকিং খাতে তারল্য ঘাটতি দেখা দিয়েছে।
আর্থিক প্রতিষ্ঠানগুলোর তদারককারী সরকারি সংস্থা এফডিআইসি (ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন) বলেছে, বিমা করা আমানতকারীরা আগামী সোমবার সকালের মধ্যে বিমাকৃত আমানত ফেরত পাবেন। এ ছাড়া বিমাহীন আমানতকারীদের আগামী সপ্তাহের মধ্যে লভ্যাংশ দেওয়া হবে।
সিলিকন ভ্যালি ব্যাংকের দেউলিয়া হওয়ার পেছনে ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধিও একটি কারণ বলে মনে করেন বিশ্লেষকরা।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন