সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি শিক্ষার্থীদের ত্রাণবাহী একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে মিরসরাইয়ের অদূরে এই দুর্ঘটনা ঘটে। ত্রাণবাহী ট্রাকটি নোয়াখালীর দিকে যাচ্ছিল।
ট্রাকটিতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের সংগৃহীত তৃতীয় পর্যায়ের ত্রাণ ছিল।
এই ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন, পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফাহিম আহমাদ পলাশ, একই শিক্ষাবর্ষের সাদমান হায়দার, ২০১৯-২০ শিক্ষাবর্ষের কায়কোবাদ।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নিলয় অপু জানান, দুর্ঘটনায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফাহিম আহমাদ পলাশের পা ভেংগে গেছে। কয়েক জায়গায় ফ্রাকচার হয়েছে। হিপ বোনেও সমস্যা হয়েছে। অভ্যন্তরীন অনেক রক্তক্ষরণ হয়েছে।
একই শিক্ষাবর্ষের সাদমান হায়দারের পা ভেঙ্গে গেছে। অপারেশন করতে হয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের কায়কোবাদ মাথায় আঘাত পেয়েছেন।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন