বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শিরোনাম

দুর্নীতিতে বাংলাদেশের আরো এক ধাপ উন্নতি!

মঙ্গলবার, জানুয়ারী ২৫, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: দুর্নীতিগ্রস্থ দেশের তুলনায় বাংলাদেশ আরেক ধাপ উন্নতি করেছে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১৩তম। এতে বাংলাদেশের ১ ধাপ উন্নতি হয়েছে। তবে স্কোর আগের মতোই ২৬-এ রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশ করা ২০২১ সালের দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) এ তথ্য উঠে এসেছব।  

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) জানায়, ২০২১ সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এ সূচকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮০ দেশের মধ্য এক ধাপ পিছিয়ে হয়েছে ১৪৭তম। গতবার ছিল ১৪৬তম। এ বছর একই স্কোর পেয়ে বাংলাদেশের সঙ্গে তালিকায় নিম্নক্রম অনুযায়ী ১৩তম অবস্থানে সম্মিলিতভাবে রয়েছে মাদাগাস্কার ও মোজাম্বিক।

দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ আগের বছরের মতো এবারও দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ রয়ে গেছে। এ ক্ষেত্রে প্রথমে আছে আফগানিস্তান।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবারও ডেনমার্ক, নিউজিল্যান্ড ও ফিনল্যান্ড কম দুর্নীতিগ্রস্ত দেশের বিবেচনায় শীর্ষে অবস্থান করছে। দক্ষিণ সুদান এবারও সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে।

২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা ৫ বছর বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে টিআই প্রতিবেদনে তালিকাভুক্ত হয়েছিল। পরে ধীরে ধীরে বাংলাদেশের অবস্থান এগিয়ে আসতে থাকে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন