সিএন প্রতিবেদন: বিভিন্ন দেশে দুর্নীতি দমনে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে থাকে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ।
সোমবার (০৭ আগস্ট) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে নেফিউর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ কথা বলেন।
বাংলাদেশের কয়েকজন নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে বলে শোনা যায়—এ বিষয়ে বৈঠকে আলাপ হয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, এভাবে নির্দিষ্ট কোনো ব্যক্তি নিয়ে আলোচনা হয়নি। নেফিউ এক সময় নিষেধাজ্ঞা নিয়ে কাজ করতেন, সে ক্ষেত্রে ‘নিষেধাজ্ঞাকে একটি হাতিয়ার’ হিসেবে ব্যবহারের চিন্তা–ভাবনা তাদের আছে।
পররাষ্ট্রসচিব জানান, নেফিউ যেভাবে বলেছেন তাতে নিষেধাজ্ঞা যেকোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে, শুধু বাংলাদেশের জন্য নয়। আর ভবিষ্যতে বড় বিনিয়োগ আসার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হবে, এমনটি তারা ভাবছে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন