ঢাকা: দেশে কমছে যুক্তরাষ্ট্রের তৈরি হার্টের রিংয়ের দাম। দুটি প্রতিষ্ঠান দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে ওষুধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত স্টেন্ট (রিং) তৈরিতে যুক্তরাষ্ট্রের অ্যাবোট ল্যাবরেটরিজ এবং বোস্টন সায়েন্টিফিকের বেশ খ্যাতি আছে। এ দেশেও এ দুটি প্রতিষ্ঠানের স্টেন্ট রোগীদের দেয়া হয়। রোববার (২৫ জুন) এ দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের সভায় স্টেন্টের দাম কমানোর সিদ্ধান্ত হয়।
সভায় বিভিন্ন ধরনের ও আকারের স্টেন্টের দাম বিভিন্ন মাত্রায় কমানো সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এত দিন ৮৪ হাজার টাকায় বিক্রি হয়েছে এমন স্টেন্টের দাম হবে ৬৪ হাজার ৭৫৪ টাকা। ৮৬ হাজার ৫০০ টাকার স্টেন্ট হবে ৭৪ হাজার ৪১১ টাকা।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন