শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

দোহাজারীতে মাস্টারের বাড়িতে সন্ত্রাসী হামলা, বৃদ্ধাসহ আহত দুই

সোমবার, আগস্ট ৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক প্রতিবেদন: চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার মধ্যম চাগাচর কবিরা বাপের
বাড়ির আবদুস সবুর মাস্টারের বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। পূর্ব দোহাজারী জামাল মেম্বারের বাড়ির মৃত হেফাজতুর রহমানের পুত্র খলিলুর রহমান সুজন (৪২) ও এরশাদুর রহমান সুমন (৫৫) অজ্ঞাতনামা কয়েকজন লোক নিয়ে বৃহস্পতিবার (৪ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে এ হামলা চালায়।

এতে আহত হয়েছেন আবদুস সবুর মাস্টারের স্ত্রী রাজিয়া বেগম (৭০), তাদের সন্তান বোরহান উদ্দিন রব্বানী। ঘটনার পর আহতদেরকে দোহাজারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রাজিয়া বেগম বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি অভিযোগ পত্র দিয়েছেন।

অভিযোগ পত্রে তিনি বলেন, ‘মৃত হেফাজতুর রহমানের কন্যা হাবিবুননেছার সহযোগিতায় আসামী খলিলুর রহমান সুজন ও এরশাদুর রহমান সুমন আমার বসত ঘরে ঢুকে আমার মাথায় পিস্তল ঠেকায় ও আমার ছেলে বোরহান উদ্দীনের বুকে ধারালো অস্ত্র ঠেকিয়ে হিংস্র রূপ ধারণ করে। স্বর্ণালংকার ও নগদ টাকা রাখা আলমারির তালা চাবি চাইলে আমি দিতে অস্বীকার করায় সুজন ও সুমন আমাকে ও আমার ছেলেকে মারধর করে। আমার বসত ঘর ও আলমারি ভেঙ্গে সাত লাখ টাকা দামের আট ভরি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। তাদের এসব কর্মকান্ডে বাঁধা দিলে সুজন আমাকে গামছা দিয়ে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে এবং কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে। সুমন আমার ছেলে বোরহান উদ্দীনকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। তারা আমার পুত্রের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করে মালামাল লুঠ করে নেয়। এ সময় সময় আমার পরিবারের লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আশে-পাশের
লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরবর্তী আমার ছেলে বোরহান উদ্দিন ৯৯৯ নম্বরে ফোন করলে তাৎক্ষণিক পুলিশ এসে ঘটনা সম্পর্কে অবগত হন ও আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।’

শিক্ষক আবদুস সবুরের স্ত্রী ও সন্তানকে হত্যা চেষ্টার নিন্দা প্রকাশ ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

চন্দনাইশ থানার এএসআই নূরনবী অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন