শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ বিএনপির

শনিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার পরে প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। উপস্থিত রয়েছেন উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ নেতারা।
সমাবেশ ঘিরে প্রেসক্লাবের আশেপাশে বিএনপির সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।পুরানা পল্টন মোড় থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন