ঢাকা: করোনা পরিস্থিতিতে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও তরকারি মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)।
শুক্রবার (৮ অক্টোবর) সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।
সমাবেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে খাদ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কার্যকর মনিটরিং টিম ও সরকার নির্ধারিত দ্রব্যমূল্য তালিকাবোর্ড সব বাজারে স্থাপনের দাবি জানান নেতৃবৃন্দ।
সমাবেশে মোমিন মেহেদী বলেন, ‘নাগরিক অধিকার আদায়ে সরকার ব্যর্থ হলে দেশের মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। তাই চাই স্বাধীনতার স্বপক্ষের সরকার হিসেবে ভর্তুকি দিয়ে চাল, ডাল ও তেলসহ সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমিয়ে জনগণের হাতের নাগালে রাখা হোক। পাশাপাশি সরকারিভাবে বাজার মনিটরিং টিম কার্যকর রাখার মাধ্যমে মানুষকে কিছুটা হলেও শান্তিতে থাকার ব্যবস্থা করে দেয়াটা হবে বুদ্ধির কাজ। যে কাজটি না করে খাদ্য মন্ত্রী কেবল নিজের পেট বড় করার চিন্তায় ব্যস্ত।’
তিনি আরো বলেন, ‘দেশের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যর্থ খাদ্য মন্ত্রীকে অব্যাহতি দিয়ে যোগ্যতর ব্যক্তিকে নিয়োগ দিলে শেখ হাসিনার সরকার আরো সফলতার সাথে এগিয়ে যেতে পারবে বলে সাধারণ মানুষ ধারণা করছে।’
সমাবেশে বক্তব্য দেন এনডিবির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, অভিনেত্রী শ্রুতি খান, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, মনোয়ারা সুলতানা, আবিদুর রহমান অনন্ত প্রমুখ।
প্রেস বার্তা
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন