শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

দ.এশিয়ার সবচেয়ে দুর্বল অর্থনীতির দেশ এখন পাকিস্তান: বিশ্বব্যাংক

বৃহস্পতিবার, জানুয়ারী ১৯, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: বন্যা, রিজার্ভ সংকটসহ নানা কারণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল অর্থনীতির দেশের তকমা পেয়েছে পাকিস্তান। দেশটির অর্থনীতি বর্তমানে যে গুরুতর সংকটে পড়েছে , ‘অতিমানবিক’ শক্তি ব্যতীত তা থেকে উত্তরণ এখন আর সম্ভব নয়।

বিশ্বের বৃহত্তম ও শীর্ষ দাতা সংস্থা বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জানা যায়, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে বর্তমানে আছে মাত্র ৪ কোটি ৬০ লাখ ডলার। এই পরিমাণ অর্থ দিয়ে মাত্র তিন সপ্তাহের আমদানি ব্যয় মেটানো সম্ভব। কিন্তু কোনো দেশের অর্থনীতির ন্যূনতম ভারসাম্য ধরে রাখতে হলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে অন্তত ৩ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলারের মজুত থাকতে হয়।

২০২২ সালের জুনের দিকে ভয়াবহ বন্যা হয় পাকিস্তানে। বন্যায় দেশটির বিস্তীর্ণ এলাকার ফসল সম্পূর্ণ ধ্বংস হয়, অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয় বিস্তর। দেশটির অর্থনৈতিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, বন্যার ক্ষয়ক্ষতি থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধার করতে হলে অন্তত ৩ হাজার ৩০০ কোটি ডলার প্রয়োজন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন