বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলকসহ তাবলীগ জামাতের ৯ দাবি

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: সর্বস্তরের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, মাওলানা সাদকে দেশে আসতে নিষেধাজ্ঞা এবং কাকরাইল মসজিদে সাদপন্থিদের কার্যক্রম বন্ধসহ ৯ দফা দাবি জানিয়েছে তাবলিগ জামাতের একাংশের শীর্ষস্থানীয় আলেম ও বিভিন্ন ইসলামি সংগঠনের নেতাকর্মীরা। অন্যথায় বর্তমান সরকারের পতনের ডাক দেওয়া হবে বলেও জানান তারা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ইসলামি মহাসম্মেলন থেকে এসব দাবি উপস্থাপন করেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ‘দাওয়াত ও তবলিগ, মাদারেসে কওমিয়া এবং দীনের হেফাজতের লক্ষ্যে’ এ মহাসম্মেলনের আয়োজন করা হয়।

৯ দফার মধ্যে কওমি শিক্ষাকে দারুল ওলুম দেলবন্দের আওতায় পরিচালনা করা, সাধারণ শিক্ষা সিলেবাসে ধর্মশিক্ষাকে বাধ্যতামূলক করা, আলেমদের বিরুদ্ধে বিগত সরকারের যাবতীয় মামলা প্রত্যাহার করা, শাপলা চত্বরের গণহত্যায় জড়িত আসামিদের দেশে এনে শাস্তি নিশ্চিত এবং সারাদেশে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা, অভিশপ্ত কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করার দাবি জানানো হয়েছে।

Views: 6

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন