ইফতেখার ইসলাম: অবস্থানগত কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দেশের অন্যসব বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। এখানকার প্রাকৃতিক পরিবেশ আকৃষ্ট করে নতুন শিক্ষার্থীদের। তার ব্যাতিক্রম ঘটে নি এবারও। গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চবির ২০২০-২১ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম। আর এ কয়েদিনে নতুন ক্যাম্পাসের সাথে পরিচয় হয়েই পার করেছেন অধিকাংশ শিক্ষার্থী। আর তাদের চোখে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য আকর্ষিত হলেও শাটল নিয়ে জন্মেছে ক্ষোভ ও হতাশা।
শাহনেওয়াজ সুলতানা নামে প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, আল্লাহর কাছে শুকরিয়া যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি। ক্যাম্পাস খোলার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখেছি৷ বেশ ভালোই লেগেছে। একসাথে শীত ও বসন্তের আমেজ পেয়েছি। তবে শহর থেকে আসতে হয় বিধায় প্রতিদিন শাটলে যাতায়াত করতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে শাটলের সৌন্দর্য নিয়ে অনেক কিছুই শুনেছি। তবে বাস্তবে এসব রূপকথার মতো মনে হলো।
শাহরিয়ার কবির নামে প্রথম বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, প্রথম দিন থেকে শাটল নিয়ো চরম ভোগান্তিতে আছি। বসা তো দূরের কথা দাঁড়ানোর সুযোগটা পর্যন্ত নেই। এভাবে গাদাগাদি করে সকালে ক্যাম্পাসে এসে আবার বিকেলে বাসায় ফিরতেই সব শক্তি শেষ। পরিশ্রান্ত শরীরে পড়াশোনা বা অন্য কাজ করা কোন ইচ্ছাই আসে না।
অভিযোগ আছে খাবারের চড়া দাম ও রিকশাভাড়া নিয়ে:
নতুন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছে। আর এই ক্যম্পাস সিংহভাগ শিক্ষার্থীর জন্য একেবারেই অচেনা। কেউবা এসেছে অন্য শহর থেকে আর কেউবা এসেছে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে। আর ক্যাম্পাসের দোকানি ও রিকশাওয়ালাদের বিরুদ্ধে অনেকে অভিযোগ তুলেছেন তারা অতিরিক্ত রিকশাভাড়া ও খাবারের দাম রাখছেন। আর এসব বিষয় নিয়ে কর্তৃপক্ষের ন্যুনতম তদারকি না থাকায় তর্কে বিতর্কেও জড়িয়ে পড়ছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে চবির সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বলেন, আজকে থেকে সবগুলো শাটল চলা শুরু হয়েছে। আশাকরি পরিবহনের সমস্যাটি লাগব হবে। আর খাবার ও রিকশাভাড়ার সমস্যাটি আমাদের নজরে এসেছে। করোনা বন্ধের আগে মূল্যতালিকা ছিলো। এখন এটার প্রয়োগ কমে গেছে। আমরা নতুন করে মূল্যতালিকার বিষয়টি নিয়ে কাজ করবো। সেই সাথে নিয়মিত চেকিংয়ের বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে। তাহলে হয়তো সমস্যাটি সমাধান হয়ে যাবে।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন